রাস্তা ঘাটে পড়ে থাকা মরা
গরু কুকুর বেড়াল,
ফেলে আসে দূর ভাগারের মাঠে
কর্পোরেশনের দালাল।
সেই ভাগারের পচা আধ পচা মাংস
ফরমালিনে থাকে ডোবানো,
রেস্তোরাঁয় ফেরে সুস্বাদু রসায়নে
রকমারি মশলায় চুবানো।
হিমঘরে পচার আগে চলে আসে
পাঁচ তারা হোটেলে,
পরিবেশিত বাবুদের সুস্বাদু রান্নায়
মুখরোচক খাবার টেবিলে।
এখন হয়তো আধপেটা খেয়েই
চিল শকুনের দিন কাটে,
কম খরচে মিলে যাওয়া বিরিয়ানী
ভারি সুন্দর লাগত খেতে।
মনোহারি পিজ্জা পেস্ট্রিতেও মিলেছে
ঐ একই টুকরো মাংস,
এত দিন তো খেয়েছ বেশ তবে
কেন আজ ঘেন্না করছো?
ধর্মের গর্ব মিশেছে ধুলোয়
ভাগারের মাংস খেয়ে,
জাত জাত করে লাফাস তোরা
জাত গেছে একাকার হয়ে।
দুর্জনেরাই করেছে এই অকর্ম কাজ
বাড়িয়েছে নিজ ধন,
ভাগারে বসেছে ক্লোজ ক্যামেরা
হবে কি কেচ্ছা সাধন?!