সবাই বলে তুই নাকি
মায়ের মতো,
বললে বলুক ওরা যা খুশি
সত্যটা জানি তো।


অবয়বে তুই হতে পারিস
বিশেষ কারো মতো,
তোর শরীরে বইছে রক্ত
আমারই যত।


অনেক সাদৃশ্য খুঁজে দেখি
তোর মধ্যে আমার,
হয়তো সেগুলোই বাদ দেবে
এটাই বলার।


তোকে নিয়ে লিখব কত
আছে অনেক কথা,
ভালোবাসা যে আমারই ছিল
সে যে ভীষণ ব্যথা।


তুই হয়তো এমন কথা
জানবিনা কোনো দিন,
কেউ তো বলবেনা তোকে
আসবে না সেই দিন।


যে আমায় দিল ব্যথা
আছে দিব্যি সুখে,
পারবে না দাঁড়াতে কোনো দিন
সত্যের সম্মুখে।


যদিও সত্য মিথ্যার ধারধারে না
এই দুনিয়ায়,
তবুও জীবনের পথে বিবেক  
খুঁজবে আমায়।


যাক এসব নিয়ে আর ভাবি না
চাই না অশান্তি,
তুই তো আছিস সামনে আমার
এতেই শান্তি।


তোর চোখে তে দেখব আমি
পৃথিবীর আলো,
তোর জীনে আমার ছোঁয়া
থাকিস ভালো।।