চলো না আবার ঐ বিজন গ্রামের
মেঠো রাঙা পথটি ধরে হেঁটে যাই,
চারিদিকে হলুদ সর্ষে ফুলের গালিচা
আর খেজুর ছায়া বীথির সারি।
পুষ্প ঝরা কৃষ্ণচূড়া গাছটা আজও দাঁড়িয়ে
সেই বাঁকা রাস্তার কিনারে,
শীতের হিমেল কুয়াশার স্পর্শে
মাকড়সা জালে জমছে জলকনা।
সবুজ ঘাসের সুচারু কিনারা থেকে
টুপটাপ ঝরে পড়ে জীবন্ত শিশির বিন্দু,
রঙিন প্রজাপতিরা নির্মল সমীরণে
মধুপের গন্ধে হচ্ছে প্রাণ চঞ্চল।
তুমি আর আমি অজানা নেশায়
বসে থাকব সেই বাঁকা খালের পাড়ে,
দুজনে গুনবো অপেক্ষার নীরব প্রহর
তাকিয়ে চোখে লুকানো প্রশ্ন নিয়ে।
আকাশের নীল নীলিমা মিশে যায়
যেখানে দীঘল তেপান্তরে মাঠের কিনারে,
সেখানে পশ্চিমে ঢলে পড়া রক্তিম সূর্য টা
হয়ে উঠবে একান্ত ভালোবাসারই প্রতিকৃতি।।