শুকনো প্রেমের সাথী হয়ে
তুমি দাঁড়িয়ে যখন ছিলে,
হাতটি রেখে তাজমহলের চূড়ে
এমন রাঙিয়ে কেন দিলে।
রঙ লাগালে সুর ধরালে
মনের গোপন বীনার তারে,
শীতল বাতাস বইছে দেখো
তোমার আনন্দ হাসির সুরে।
রঙের পাত্র উজাড় করে
সেজেছো তুমি মনের সুখে,
সময় দিলে নিরালায় বসে
গল্প শুনব তোমার মুখে।।