নিঝুম রাতে নিস্তব্ধ দ্বীপে
ঝিঁঝিঁ পোকা ডাকে,
এক ফালি বাঁকা চাঁদ
হাসে মেঘের ফাঁকে।
আকাশে সহস্র তারার ভিড়ে
দ্বীপে জোনাক জ্বলে,
মৃদু মন্দ দক্ষিণা সমীরণে
দুটি মন বয়ে চলে।
সুপ্ত প্রকৃতির বুক চিড়ে
শোনা যায় মর্মর ধ্বনি,
উদ্দেশ্যহীন নির্জনতায় খুঁজে পাই
আমার চোখের মনি।
মাটির পৃথিবী পায় তারুণ্য
চোখে রঙিন স্বপ্ন বাসনা,
উদ্ভাসিত হবে রক্তিম সূর্য
নতুন ভোরের কল্পনা।।