তুমি ছিলে তাই আজ আমি কাঁদতে শিখেছি,
নিদ্রাহীন গহীন রাতে প্যাঁচার ডাক শুনেছি,
অপলক দৃষ্টিতে ঘাসের আগায় শিশিরের জল দেখেছি,
বনের মধ্যে পাখিদের মিষ্টি মেদুর কলতান শুনেছি,
বুকের মধ্যে কষ্টার্জিত হৃদয়ের স্পন্দন অনুভব করেছি।


তুমি ছিলে তাই সব কিছু কেমন করে ভুলে  থাকি,  
তোমার সেই  ভালোবাসার স্মৃতি আজ হৃদয়ে ধরে রাখি,
জীবনে কতকিছু শিখিয়েছ কতকি দেখার আছে বাকি,
ওই মেয়ে তোমায় যে আমি আদর করে সোনা বলে ডাকি,
চলে গিয়ে তুমি ভেবেছ কি?
এমনি করে মনকে দেবে ফাঁকি?


তুমি ছিলে তাই তোমায় ভালবেসে ভালো আছি আমি,
মন যে আজ দিশেহারা সবখানে তেই মিশে গেছ তুমি,
ভাবনায় তাই ফিরে আসো রোজ কবিতা হয়ে তুমি,
আমার ভুবন কে নারী হয়ে মুগ্ধ করেছিলে তুমি,
তুমি ছিলে তুমি আছো আর তাই থাকবেও তুমি।।