কাল ভোরের দক্ষিণা বাতাসে জানালা খুলে
যদি দেখ আমি নেই,
রোজকার স্মৃতি গুলো বিষাদের শূন্য ঘরে
তোমার মনে পড়বেই।
ক্ষত বিক্ষত মনটা আমার বেদনার পাড় ভেঙে
করেছিল শুধু হাহাকার,
একটু নাহয় খুঁজো পড়ন্ত বিকেলের ক্লান্ত রোদে
আমায় আর একবার।
ভেঙে যাওয়া মনে ছিল না কোন বাঁচার আশা
জমে ছিল বিরহ কত,
ভালোই হতো মনটা যদি শুকনো পাথর হতো
থাকত না বেদনা ততো।
কোন অভিমান অভিযোগ ছিল না আমার বুকে
নোনা জল নিয়ে চোখে,
তাই তো শূন্য হৃদয়ে পা বাড়ালাম চির অন্ধকারে
কোথাও পাবেনা খুঁজে।