অনুভবের আকাশে এখন বিরাজ করছে অসীম শূন্যতা,
এই শূন্যতায় ছিনিয়ে নিয়ে গেছে অতীতের স্মৃতিগুলো।
তবুও লিখছি মরুভূমির বুকে আমাদের ভালবাসার ইতিহাস
জানিনা সেই ইতিহাস কোনদিন পঠন যোগ্য হবে কিনা...!
সবুজ বনানীর মাঝে অবুঝ সেই দিন পায়ে পায়ে পেরিয়ে এসেছি,
অচেনা কাদামাটির গন্ধে বিস্ময়ে জড়িয়েছিলাম অন্ধকার
হিমবাহের স্পর্শে পাতাবাহারি হাত আগলে ছিল দিনগুলো।
মনের ঠিকানায় অনুশাসন ছিল, ছিল জীবনের একটু উচ্ছ্বাস,
এখন আকাশে মেঘ দেখলে উচ্ছ্বাসে নয়, ভয়ে গুটিয়ে নিই।
এখন সমুদ্রের ঢেউ দেখলে হৃদয়ে দোলা নয়, মনে লুকিয়ে যায়।
অবিশ্বাসের দাবানলে জ্বলে গেছে সব, একলা হয়েছি আমি আজ,
ভেসে গেছি নদীর জল স্রোতে জমে থাকা পলির মতো।
এখন প্রশ্ন জাগে মনে পলি মাটি ধুয়ে ভালোবাসা খুঁজে পাব কিনা?
এখন নিস্তব্ধতার আড়ালে খুঁজতে থাকি বিশ্বাসের ভাষা,
প্রকৃতির পাঠশালায় খুঁজতে থাকি, চেনা মেঘ রৌদ্রের প্রেম।
খুঁজতে থাকি শীতের পড়ন্ত রোদে পোড়া সেই ভালবাসার দাগ।
"স্বপ্নগুলো আজ মৃত্যুরই সাজ তবু খুঁজে ফিরি ঘর, আমার সেই ঘর"।।