ও আকাশ তুমি যে নীল অসীম পরিব্যাপ্ত,
সূর্যের আলোক ছটায় তুমি হও উদ্দীপ্ত।


আকাশ তুমিও যে  রঙ রূপ বদলাও,
শিশির ভেজা ভোরে নতুন ছন্দে রঙ লাগাও।


মেঘ হীন মুক্ত আকাশ আরো নীল গাঢ় হয়,
দুপুরের তপ্ত রোদের খোলা হাওয়ায়।


ও আকাশ! হাসির নিরিখে তুমিও বুঝি কাঁদো?
তোমার কান্নার বারি ধারায় ভিজতে চাই আমিও।


এক পশলা বৃষ্টির শেষে রামধনু রঙ গায়ে মেখে,
কতই না অজানা ব্যথা বুকে রেখেছ ঢেকে।


কোটি কোটি তারারা যে আছে তোমার বুকের মাঝে,
আমিও যদি তারা হই রাখবে কি তোমার সাথে?


ও আকাশ, এবার তুমি আমায় নিয়ে যাও ;
আমার দুঃখ কষ্ট গুলো তোমার নীল কন্ঠে ভরে নাও।


আমি যে উদাসী চিত্তে তোমার কথাই ভেবে থাকি,
প্রেমের অনলে অসীম শূন্যে তোমায় চেয়ে থাকি।।