এসেছে ঝড় বিকেল বেলায়
         দিচ্ছে হাওয়া জোরে,
আমিতো সেই উড় খই
         বাতাসে যেমন ওড়ে।


মুক্ত আমার আত্মা আজ
         মুক্ত ক্ষুদ্র জীবন,
মন আর দেবেনা সারা
         স্তব্ধ হৃদয়ের স্পন্দন।


একলা এসেছি তোমাদের কাছে
         একলা যাচ্ছি চলে,
যতসব ছিল মোর স্মৃতি
         চললাম সবই ফেলে।


কত সাধ ছিল তোমাদের মনে
         রাখবে আমায় ধরে,
আজ শুধুই গলা ফাটাও
         দেখছে না কেউ ফিরে!


আমার আমার করে শুধু
         জীবন হল শেষ,
চার জনেরই কাঁধে চড়ে
         চিতায় হবে প্রবেশ ।


হয়তো আমায় রাখবে মনে
         থাকলে আমার খ্যাতি,
ভালোবাসার ফ্রেমে রাখবে ধরে
         হয়তো এটাই সত্যি।।