ভিন্ন দেহে অভিন্ন সত্তায় কেটে গেছে কত রজনী,
সুপ্ত স্বপ্নে ভেসেছে  মন তব প্রেমের খেলা ঘরে।
তাইতো এখন কষ্ট টা শুধু আমিই পাই
সেই কষ্টের ধদিস তুই কোনদিন পাবি না,
একদিন আমি অনেক দূরে চলে যাব
তুই সেদিন জানতেও পারবি না।
তোর অবহেলা সইতে সইতে আমার আমিতে
অবুঝ মনটা আর কোনদিন ফিরবে না।
সেই দিন তুই বুঝবি কাউকে হারানোর কষ্ট
সত্যি সত্যি তোকে কেউ ভীষণ রকম ভালোবাসতো।
কিন্তু তুই তার মূল্য কোন দিন বুঝিসনি, দিসওনি
তাইতো তুই সেই নিষ্পাপ মনটাকে কাঁদিয়েছিলি
আর সেই নিষ্পাপ মনটা তার একরাস অভিমান নিয়ে
তোর থেকে অনেক শতযোজন দূরে চলে যাবে,
যেখান থেকে আর ডাকলেও কেউ কোনদিন
ফিরে আসে না এই পার্থিব সুখের পৃথিবীতে।
জানিনা কি তিনটি অমূল্য শব্দের খোঁজে ছুটেছিলাম
বাস্তবে কল্পনায় অন্তরে বাইরে ছিলি শুধু তুই।
কিন্তু একদিন আমি প্রদীপের মতোই নিভে যাব
তোকে ভালোবেসে পাওয়া কষ্টগুলো সাথে নিয়ে।।