সময় কি শুধুই তিন মাত্রার শব্দ?
এর মধ্যেই নিহিত জীবনের ছন্দ।
সময় হল দুটি নূন্যতম ঘটনা-
ঘটে যাওয়া মধ্যবর্তী যে অবকাশ।
সময়, সে যে কারো জন্য থেমে থাকে না,
মহাজাগতিক সে চলমান প্রকাশ।
সময়ের সাথে ঘটে যাওয়া ঘটনা,
স্মৃতি মন্থনে হৃদয়ে জাগায় যন্ত্রণা।


সময় আনে মনের আমূল পরিবর্তন,
অবিরাম চেতনার যে শুদ্ধি করণ।
সময়ের তালে তাল মিলিয়ে চলা,
জীবনের মন্ত্র শুধু তার কথা বলা।
সময় জানে সব হাসি কান্নার মানে,
একটু রেখো মনে কারণে অকারণে।।