আঁকা বাঁকা নদীর ধারে যে দিন হলো দেখা,
আমার জীবন পথে তুমি জুড়লে একোন রেখা !
সেদিন বুঝি নদীর হাওয়ায় প্রাণ জুড়ালো,
তোমার মিষ্টি বোল আমায় কলম ধরালো ৷
হঠাৎই প্রভাত ক্ষণে পাখির ডাকে কোথায় হারালে?
বদলে যাবার ইচ্ছে টাকে কাঁদিয়ে তুমি গেলে ৷
কি চাই? কি জানি, কিছুই বুঝিনি আমি,
হয়তো ভালবাসি আমি, যদিও তোমায় বলিনি ৷
হোক বা না হোক এই কবিতা কোন অর্থবোধক,
বন্ধু আমি স্বপ্ন দেখি তোমায় রোজ নিরর্থক ৷
বসে আছি তোমার অপেক্ষায় রাঙাতে এই মন,
বন্ধু হয়েই ফিরে এসো আবার যখন তখন ৷৷