চৌরাস্তার মোড়ে রোজ দেখি তোমায় দাঁড়িয়ে,
দু হাত তুলে, শুধু এদিক ওদিক হাত ঘুরিয়ে।
শ্বেতশুভ্র বসনে চেয়ে থাকো দীর্ঘকায় অবয়বে,
দিন রাত্রি দাঁড়িয়ে থাকো শুধু হুইসেল বাজিয়ে।
তপ্ত রোদে যখন আমরা গাড়ির এসি তে,
তুমি সেই- দাঁড়িয়ে, ঘেমে প্রকাণ্ড ছাতাতে।
তবে কখনো হাতটা তোমার উঠলে পরে,
মিনিটের পর মিনিট থমকে থাকি রাস্তার মোড়ে।
একটুও নেই তোমাকে ফাঁকি দেবার উপায়,
নম্বরটা টুকে নেবে, তাই তো আমরা নিরুপায়।
তবে এটাও ঠিক, নিয়ম কানুন একটু দরকার,
নাহলে কেন চাকরি তে রেখেছে এই সরকার !!
রাস্তায় প্রচন্ড ভিড়ে কোন বিপদ হলে পরে,
সবার অজান্তে তোমরাই এগিয়ে আসো দৌড়ে।
বদনাম টাও পিছু ছাড়ে না তোমাদের কারবারে,
ঘুষখোর নামে পরিচিত জনগনের দরবারে।
জানিনা কি সত্যি কি মিথ্যা আছে এতে - -ইসস..!!
তোমরা যে আমাদেরই বন্ধু কোলকাতার ট্রাফিক পুলিশ।।