লিখতে গিয়ে খাতা ছিঁড়ে
কলমের নিব দুমড়ে ভেঙে,
তোমার আমার মান অভিমানে
পলক হীন কান্নায় রেঙে,
কাজল কালো স্বপ্ন গুলো
ভরে ওঠে স্মৃতির জং-এ।


আজকে আমার মন বাগানে
রঙিন জলের দোল্লা চড়ে,
চুপসে যাওয়া ফুসফুসেতে
বন্দি থাকে আঁকড়ে ধরে,
জেগে উঠবে বালির চড়া
শুকনো ফুলের গন্ধ ভরে।


লাল পলাশের রেণু মেখে
রাত্রি গুলো ওঠে হেসে,
শ্বাস রুদ্ধ কল্প গুলো
যায় দিক বিদিকে ভেসে,
কষ্ট গুলো শূন্য মনে
গোধূলিতে দিগন্তে মেশে।


হৃদয় পরশ আলোক রেখা
যে প্রেম মনে ছিল আঁকা,
লাল টিপ টি একলা থাকে
আমার জীবন পথ যে বাঁকা,
তোমার ছোঁয়ায় বৃষ্টি নাবে
নিঃসীম আকাশ মেঘে ঢাকা।।