অসময়ে বৃষ্টিতে একাকী গাড়িতে
সুদূর পথে যাত্রা,
তোমার লেখা ভাষা গুলো
হৃদয় কে দিচ্ছে বার্তা।
নীল বেদনা গুলো বৃষ্টির ফোঁটায়
ওয়াইপারে যাচ্ছে মুছে,
হিম শীতল বাতাসের ছোঁয়ায়
যন্ত্রণা গুলো যাবে ঘুঁচে।
জলে ভেজা পিচে রাস্তায়
ভেসে ওঠে জলছবি,
অসমাপ্ত জীবনের অব্যক্ত কথাগুলোই
শুধু বলতে চাই কবি।
তুমি তো আছ অসীম দূরে
ভালোবাসার ছোট্ট নীড়ে,
মেঘে ঢাকা হৃদয়ের প্রেম
হারিয়েছি পথের ভিড়ে।
ভালোবাসার আগুনে জ্বলেছি আমি
অঙ্গার হয়েছে হৃদয়,
সুখের বৃষ্টি ঝরছে দুঃখে
তুমি কেন এতো নির্দয়?