হয়তো আমি থাকব এথায়
তোমার প্রতীক্ষায়,
যে প্রদীপ জ্বেলেছ আঁধারে
শূন্যের ঠিকানায়।
বন্ধু আমি আছি, থাকব
গুনব প্রহর,
পূর্ণ করো প্রেম শূন্য
মনের কুহর।
ছোট্ট আশায় বেঁধেছি বুক
সুপ্ত অনুভূতি,
প্রাণ চঞ্চল অজানা স্রোতে
অবুঝ মতি।
চোখ দুটি চেয়ে থাকে
ঐ রাজ পথে,
ঘাস ফুল জেগে থাকে
বিস্তীর্ণ মাঠে।
এভাবেই রাত কেটে যাবে
ভোর হবে,
তোমার অপেক্ষায় কাটবে জীবন
আসবে কবে?
লুকিয়ে তুমি থাকবে কোথায়
রয়েছ মনে,
কাব্য করে লিখব স্মৃতি
তোমার জন্যে।।