ধর আমি যদি হারিয়ে যেতে চাই তোর সাথে,
ঐ দূর সুনীল বিস্তীর্ণ আকাশের বুকে,
তুই কি যাবি আমার সাথে, আমার সঙ্গী হয়ে?
ধর হঠাৎ মেঘ এসে আমাদের ভিজিয়ে দিল,
তুই কি ভিজতে চাস সেই শীতল বৃষ্টির ফোঁটায়?
হয়তো জ্বর হবে, সর্দি হবে, তুই কি পারবি?
ওই, বলনা তুই কি থাকবি আমার সাথে?
তুই কি চাস আমার অন্তরের গভীর ভালোবাসা?
কিন্তু তুই কি পারবি তোর মন প্রাণ শূন্য করে-
আমায় সব কিছু উজার করে ধরে দিতে?
জানিনা উদ্বেলিত মনে শুধুই সংশয় আমার-
তুই কি পারিস, কি পারিস না, কি চাস তুই, কি চাস না?
শুধু এটুকু জানি তুই দূরে থাকলে হৃদয়ে অনুভূত হয় শূন্যতা।
জীবনের সবকিছু তছনছ করে বিদীর্ণ করে দেয় বুক।
তুই কি জানিস ? ভালোবাসা যে শুধু পাওয়ার নাম নয়,
ভালোবাসা হল নিজেকে উজার করে দেওয়ার নাম।
ওই তুই যাবি? চলনা আমরা সবুজ পাতায় বৃষ্টি হয়ে ঝরব,
এদিক ওদিক ঘুরে আমরা সব ভাসিয়ে নতুন করে জীবন গড়ব।।