আমার যত দুঃখ যাতনা উড়ে যাক,
                  ঐ রুদ্র কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায়।
তোমাকেই যে চেয়েছিলাম সব খানে,
                      সবার মাঝে আপন মনের চাওয়ায়।


আজ এই মেঘলা দিনে একলা রাতে,
মনযে তোমায় সদায় খোঁজে আমার সাথে।
তোমায় হারিয়ে গিটারের তারগুলো হয়েছে পাগলপারা,
জীবনের মধুর ছন্দটাও বুঝি আজ দিশেহারা।


অতীত স্মৃতিগুলো নাড়াদেয় মনকে বারেবারে,
        তবুও আমি ভুলেযেতে চাই তোমায় সবকিছুতেই।
ধরে নেবো তুমি ছিলে আমার কোন উপন্যাসের পাতায়,
                 এক বিষন্ন নায়কের নাটকীয় নায়িকা ই।।