পদ্ম দীঘির স্বচ্ছ জলে
নাইতে আসে কলস কাঁখে,
চোখের উপর ঘোমটা টেনে
দাঁড়ায় এসে স্নানের ঘাটে।
লুকানো চোখ দেখতে থাকে
জলের ছায়ায় ঢেউয়ের সাথে,
আলতো করে বিনুনী বেঁধে
জল পরী জলকে মাতে।
জলের নীচে সিক্ত শাড়ি
গানের সুরে যায় ভেসে,
রূপ যে তার উপচে পড়ে
সাঁতার দিয়ে উঠল শেষে।
উথাল পাথাল মনের ভিতর
জলের তলায় শরীর দেখে,
মনের বেদন শেষ না হতেই
আবছা হল চোখের খিদে।
একটু দাঁড়া কাজের ফাঁকে
ভেজা চুল শুকিয়ে নিতে,
কলস ভর্তি জল কাঁখে
চলল ফিরে বিজন পথে।
সিক্ত হল পথের ধুলো
তোর চলার চরণ তল,
প্রাণ যে আমার চাইছে তোকে
আবার কখন আসবি বল।।