তোমার সাথে আমার প্রথম আলাপন টা অদ্ভুত ভারি,
বন্দি খোলক থেকে দুহাতে জড়িয়ে তোমায় মুক্ত করি।


তোমায় প্রথম স্পর্শ টা, আমায় খুব বিচলিত করেছিল,
জানিনা কিছু প্রশ্ন সেদিন আমার মনে কেন জেগেছিল !


কি চাও তুমি? প্রতিদিন তোমায় আদর করে সাজায়?
আমার নিঃশব্দ ঘরের কোণে তোমায় নিয়ে বসায়?


বলনা কি চাও তুমি? তোমায় রঙিন ফুলে ভরে দেব?
আর ঐ ফুলের সুবাস আমি প্রাণ ভরে আস্বাদন করব?


কি চাও তুমি? আমার বিনিদ্র রজনীর স্বাক্ষী হতে?
আমি কি পারব তোমায় কারণে অকারণে ছুঁতে?


কি চাও তুমি? আমার প্রেমের স্পর্শের হাত ধরতে?
নাকি আমার গভীর ভালোবাসার স্বাদ খুঁজে পেতে?


কি চাও তুমি? সকলের মাঝে বসে মনোরঞ্জন করতে?
আর নিজের রূপ লাবণ্য দিয়ে সকলের বাহবা কুরাতে!


কি চাও তুমি? আমার রাগ অভিমান এর প্রতিবাদ হতে?
নাকি নিজেকে ভেঙে টুকরো টুকরো ক্ষত বিক্ষত করতে?


জানিনা কি চাও তুমি? আমি আজও বুঝতে পারিনি?
তুমি যে আমার বৈঠকখানায় রাখা আদরের ফুলদানি।।