কে আমি? এই অদ্ভুত প্রশ্ন টা যে আজ আমার মনে,
আমি কে? সঠিক উত্তর টা কি কেউ এখনও জানে?
আমার উৎপত্তি কোনো এক বিন্দু থেকে,
আবার মিশে যাব কোনো এক বিন্দুতে।
এরই মাঝে কিছু দিনের জন্য নানান পরিচয় রাখা,
সময়ের সাথে ক্যালেন্ডারের পাতা উল্টাতে থাকা।
যখন জন্মে ছিলাম নামকরন হয়েছিল ঠিক একটা,
আগামী দিনে ভিন্ন ভিন্ন ভাবে পরিচিত হয় জীবনটা।
জন্মের পর বাবা মার নামে, স্কুল জীবনে বন্ধুরা জানে,
বৃদ্ধ বয়সে সন্তানদের পরিচয়ে, এটাই কি জীবনের মানে?
কে আমি? কোথায় ছিলাম? কোথা থেকে এলাম আমি?
আমি তো মানুষ, তবে কেন বল আবার মানুষ হতে তুমি?
আমি কি আকাশে ধূসর নক্ষত্র? নীহারিকা নাকি ধ্রুবতারা?
আমি কি সূর্যের ফোটন কনা? নাকি চুম্বকীয় তরঙ্গ ধারা?
আমার মধ্যে কি সত্ত্বা, যার জন্য রক্ত ক্ষরণ হয়?
আমি কে? ঐ লাল রক্তে তার উত্তর কি পাওয়া যায়?
আমার ভিতরেই যে সৃষ্টির আদি পঞ্চভূত বর্তমান,
ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ব্যোম সবাই যে বিদ্যমান।।
তবে কে আমি? এদিক ওদিক শুধুই খুঁজে ফিরি,
দর্পণের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্নটা বারবার আমি করি!!