শীত মানে ভোরবেলা তে
ধোঁয়া ওঠা ব্ল্যাক টি,
প্রাতরাশে গরম ভাতে
আলু সেদ্ধ গাওয়া ঘি।


শীত মানে ঘন কুয়াশায়
শুধু লুকোচুরি,
লঙ্কা মাখা বেগুন পোড়া  
তেল মাখানো মুড়ি।


শীত মানে নলেন গুড়ে
সরু চাকলি পিঠে পুলি,
ফুটছে ফুল গোলাপ গাঁদা
চন্দ্রমল্লিকার ডালি।


শীত মানে রুক্ষ চুলে
বন্ধু প্রেমের ছোঁয়া,
খেঁজুর রসের গন্ধে ভরা
কমলা লেবুর কোয়া।


শীত মানে হিমেল হাওয়ায়
থরথরিয়ে কাঁপা,
স্নানের পরে পুকুর ঘাটে
শরীরে লাগে কাঁটা ।


শীত মানে ঘুড়ি উড়াতে
মাঠে ছোটা ছুটি,
বাবার সাথে ঘুরতে যাওয়া
স্কুলে বড় দিনের ছুটি।


শীত মানে জ্বর কাশিতে
ব্যথা সারা গায়,
বুকের ভেতর কত ব্যথা
মনেই থেকে যায়।


শীত মানে খাওয়ার পরে
রোদে বসা দুপুর,
সন্ধ্যা বেলায় রাস্তার মোড়ে
মত্ত পাগলা কুকুর।


শীত মানে ঠাণ্ডা রাতে
লেপ কম্বল বালিশ,
বৃদ্ধ বয়সে ব্যথার চোটে
একটু গরম মালিশ।।।