শীতের ভোরে আবছা আলোয়
            কুয়াশা ভেজায় গা,
দূরে শান্ত শৈবালিনী তটে
            নৌকা আছে বাঁধা।
কাঁপছে পশু কাঁপছে মানুষ
            হার কাঁপানো শীতে,
ডাকছে মোরগ হাঁকছে কুকুর
            পাখির কুজন গীতে।
সারি সারি খেজুর বীথে
            ঝুলছে রসের হাঁড়ি,
সবুজ হলুদ সরিষার ক্ষেতে
            কুয়াশা ঢুকছে বাড়ি।
শিশির ভেজা গাছের ডালে
            মাকড়সা বুনছে জাল,
নতুন ধান্য ঘরে এনে
           নবান্নটা হবে কাল।
ফুলে ফুলে ভরেছে ডালি
           গাঁদা চন্দ্রমল্লিকার সারি,
তপন তাপনে নিখিল সৃষ্টি
           প্রাণ চঞ্চল মাধুকরী।।