ওহে রূপবতী কেন এতো লাজ?
করতে তোমায় কে বলেছে সাজ !
আমি হতে চাই অচিন সুখ পাখি,
তাই মনের ভিতর স্বপ্ন বুনে রাখি।
কিছু হই বা না হই পরের জন্মে এসে,
পূর্ণ করব জীবন, তোমার সাথে মিশে।
তোমার মাতাল করা চাউনি তে হারিয়ে যাব,
আমার ইচ্ছে গুলো তোমার সাথে জড়াবো।
শরৎ আকাশে শিউলি তলায় দুর্বা ঘাস হব,
সকালের প্রস্ফুটিত সূর্যের কিরণ হব।
আমার মনের কথাগুলো মনেই রয়ে গেল,
মন যে শান্ত হল না যে টুকু ভালোবাসা পেল।