নীলের মাঝে  স্মৃতি হয়ে
দাঁড়িয়ে সাদা তাজমহল,
শীর্ষ চূড়ায় রেখে হাত
মেটে কি মনের কৌতুহল।


রঙ বেরঙের পোশাকে হে রমণী
তুমি জীবনের শ্রেষ্ঠা,
তুমিই ধ্বংস তুমিই সৃষ্টি
ভবিষ্যৎ পথ দ্রষ্টা।


শয়নে স্বপ্নে তুমি বিরাজিতা
তুমি যে প্রেমের দিশা,
রক্ত মাংসে গড়া হৃদয়
বিগত দিনের আশা।


পৃথিবীতে শুধু দূষণের বিষ
ভালোবাসার রূপ অপরিবর্তিত,
দুঃখ কষ্টে প্রেমিকের জীবন
রক্তের নেশায় তৃষ্ণার্ত।


রেখেছ ধরে প্রকৃতির স্পন্দন
মনে কামনা সঞ্চারিত,
হৃদয় জুড়ে তুমি থাকো
প্রেমের আলোয় আলোকিত।।