সুন্দরী, আমি তোমার সৌন্দর্য দেখে ঘুরে মরি,
আমি যাযাবর পথভুলে তোমায় খুঁজে ফিরি।
ওহে সুন্দরী, তোমার রূপ লাবণ্যে আমি মুগ্ধ,
রূপের আগুনে হৃদয় কে পুড়িয়ে করেছ দগ্ধ।
আমি বিনিদ্র রজনীতে তোমার চিত্র আঁকি,
প্রেমের নেশায় শুধু নীল স্বপ্ন বুনে থাকি।
আমি যে ভবঘুরে তৃষ্ণার্ত প্রেমের পথিক,
ভালোবাসার রাজ্যে উন্মত্ত এক নাগরিক।
তোমার ওই "হিহি" হাসির নিরিখে জীবন পেয়েছি,
হৃদয় তরী টাকে অজানা স্রোতে ভাসিয়ে দিয়েছি।
তুমি সুন্দরী, নেশা ধরায় তোমার নয়ন,
তুমি সুন্দরী, অপরূপ সুন্দর সুঠাম গঠন,
তুমি সুন্দরী, পাগল করা তোমার চলন,
তুমি সুন্দরী, মন হরণ করে তোমার কথন।
আমি পেয়েছি কুঁড়ি ফোটা ফুলের ঘ্রাণ,
কম্পিত ঠোঁটের স্পর্শে জীবন হয়েছে ম্লান।
মনের কোনে আমি শুধু তোমায় রাখতে চাই,
তোমার ঐ দিগন্তে মেলা দৃষ্টিতে হারিয়ে যেতে চাই।
পেলব বাতাসে গালে হেলে পরা সেই দুএক গোছা চুল,
তার জন্যে কবিতার লেখনীতে হোকনা কয়েকটা ভুল।
আমি দোষ করি, হে সুন্দরী যত দেখি তোমায়,
ফেরাতে পারিনা নয়ন, শুধু ভুল বুঝনা আমায়।
তুমি সুন্দরী, বিধাতা সৃষ্ট পরিপূর্ণা রমনী,
আমার জন্যে দাওনা সপে তোমার হৃদয় খানি!!