চাঁদের জ্যোৎস্না মাখা বদন নিয়ে
তুমি অপরূপ সুন্দরী,
হাজার পৃষ্ঠা কাব্য কথন লিখে
প্রিয়ার প্রেমে পড়ি।
কৃষ্ণ সাগরের ন্যায় কুঞ্চিত কালো কেশ
করিছে জল কেলি,
স্বর্গের মনোহারি পারিজাত ফুলের যেন
গন্ধ মাখা অলি।
প্রেয়সীর নিকষ কালো হরিণীর চোখে
লজ্জিত নীল চাউনি,
লোহিত তপ্ত নরম ওষ্ঠ যুগলে
জেগে ওঠে যামিনী।
আদর ভরা কোমল সূচাগ্র মেদিনী সম
বিরাজিত বক্ষ সম্মুখে,
নিতম্বের শান্ত স্পর্শে হৃদয় উন্মত্ত
আসক্ত ধারালো নখে।
কোন উপমার ভাষায় বর্ণিব দুর্লভ
চাঁদ বদনীর রূপ,
কত প্রেমিকের নিভৃত ধ্যান ভেঙে যায়
দেখে তোমার স্বরূপ।।