তুমি সুমেরু আমি কুমেরু
যতটা পারো দূরেই থেকো,
বিদ্যুৎ হীন পরিবাহী যদি হও
আবেশ হীন নিকটে নিরাপদে থেকো।


তুমি আগুন আমি জল
নেভাতে হলে আমায় ডেকো,
যদি কখনও চঞ্চল হয় মন
অতীত স্মৃতি ভুলে শান্ত থেকো।


তুমি মেঘ আমি ঝড়
যতটা পারো নিজেকে আগলে রেখো,
ভালোবাসার আবেশে জড়ানো দিন
ধ্রুপদী স্নিগ্ধতার চাদরে মুড়ে রেখো।


তুমি বৃক্ষ আমি মাটি
যদি দাঁড়াতে চাও ধরে রেখো,
প্রকৃতি স্বাক্ষী রেখে গড়া প্রেম
আর কোন দিনও মুছবে নাকো।


তুমি ঢেউ আমি সমুদ্র
আমার বুকেই মৃয়মান থেকো,
নব জীবনে নতুন আলোকের দিশায়
রক্তাক্ত বক্ষে ভালোবাসাটা মনে রেখো।।