চল প্রেম
তোকে কাগজে ওড়াই
জলে ভাসাই আজ
আগুনে পোড়াই।


গোধুলির রঙ আজ
রক্ত না ঝরিয়ে
রক্তিম হল সে
আকাশেতে ছড়িয়ে
দিগন্তে মিশে রয়
কভু ছোয়া যায় না।


চল প্রেম
তোকে সময় বানাই
পালটিয়ে যাবি তুই
সবাই যা যায়।


মেঘের ওই রঙ সে তো
সব চেনা যায় না
জল হয়ে ফিরে আসে
রংহীন কান্না।
আর কোন ভাষা নেই
আর কোন গান না।।


চল প্রেম
তোকে অস্রু সাজাই
জলেই দেখবো মুখ
শ্রাবনও বেলায়।
চল প্রেম
তোকে কাগজে ওড়াই
জলে ভাসাই আজ
আগুনে পোড়াই।