কিছু ভুল সপ্ন
আবছা আলোয় চেয়ে দেখি তারে
অভুক্ত নেশা শুধু বাড়ে।


তবু দিগন্ত রাঙা
কপোল
মনে পড়ে।


মিশে গেছে সুদূর

নীহারিকার টানে।


কিছু  প্রশ্ন থেকে যায়..
অন্তরে বিরহি পাখির মতো
শুধু ডেকে ডেকে মরে।।


কাহারে খুঁজিতে হায়
নিজেই হারায়
গহিন এ আঁধারে।।


উত্তর... অজানা..
হয়তবা নির্বাক পাখিরা
হয়েছে গত
হারানোর বিষ খেয়ে।


তবু মনে থাক,
নামটি মনে থাক...
প্রশ্নের অন্তরে।।