আমি জানি..
তুমি পথ চেয়ে থাকো।


সেই যে চলেছি ফিরে আসিনি
মুখে বলিনি কিছুই
চোখ ছিল পদ্ম পুকুর
হয়তো অস্ফুটে বলেছিলে "আজ যেয়ো নাকো "
তবুও গিয়েছি সেই দিগন্ত রেখায়
ফিরিনি আজো


আমি জানি
তুমি পথ চেয়ে থাকো ।


কতবার ভেঙ্গেছে নদীর পার
কতবার মানুষ গড়েছে নতুন বসতি,
তুমি শুধু ভাঙ্গা তরী নিয়ে পেরিয়েছো খরতা নদীর শ্রোত
বুকে ভেঙ্গেছে ঢেউ
তবুও হাল ধরে রাখো


আমি জানি
তুমি পথ চেয়ে থাকো।


বকুল ফুটেছিল বনে বহুবার
আমি শুধু সুবাস নিয়েই গেছি
তুমি বিলিয়ে গেছো ক্লান্তি হীন
আজ আমি নেই
বকুল গন্ধ মাখা তবুও আমায় ডাক


আমি জানি
তুমি পথ চেয়ে থাকো।


পথ চিনবো না হয়তো
যদি আধারে ভুলে যাই পথ
তুমি সমুদ্র বাতি হয়ে
একলা, এ বালুচরে আলো জ্বেলে রাখো


আমি জানি
তুমি পথ চেয়ে থাকো।


শরীর হয়েছে ফিকে
তবুও মনে রং ধরে আজো
আমি মাটি,
তুমি সাদা আকাশ হয়ে আজো স্বপ্ন ছবি আঁক


আমি জানি তুমি
পথ চেয়ে থাকো।