চে, লেলিন আর, নিকোটিনে বিষাক্ত ধোয়ায়  বিপ্লব খোঁজো
ঈশ্বর ঈশ্বর শব্দে ধর্ম নিরপেক্ষতাকে ঊর্ধ্বে তুলে,
মৌলবিকে বলো মৌলবাদী, টুপি-ওয়ালাকে  জঙ্গি,
প্রগতিশীল, সাম্যের গতিধারার ভিন্ন পথে তুমি, চাক্ষুষ অশ্লীল।


গাঁজার গন্ধে, জট বাঁধা চুলে ভুলে যেওনা  
লেলিনেরও স্রষ্টা ছিল,
ছবির সুনিপুণ তুলিতে আঁকা চে-কে জিজ্ঞেস করো
মৃত্যুর দাঁরে সে কাঁকে ডাকছিল?


স্বকীয়তা বিসর্জন দিয়ে পরকীয়ায় সুখ নেই
মাদকে ডুবে নিজেকে ঈশ্বর ভেবো না,
ভাবনাকে সঠিক পথে এনে খুঁজে দেখো তোমাকে
ভুলো আদর্শে ধর্ষণকে বলোনা  অধিকার,
শ্মশান , গোরস্থান , এপিটাফ তোমারও হবে,
প্রাণ ফুরলে হবে তড়িঘড়ির  সৎকার।  


নষ্টা-দর্শে প্রগতিশীলতা নয় , ন্যায় আদর্শে বলীয়ান হও
সত্যকে সত্ত্ব ছেড়ে সত্য বলো , মিথ্যাকে মিথ্যা ,
ধর্ম হীনতায় নয়, ধর্মকে ভালোবেসে ,বলো,
সতত করো   রুচিশীল কর্ম ,  
গালিতে নয় ,যুক্তির বুলিতে সত্য তুলে ধরো।
প্রগতিশীল মানে মন্দ নয় কবো, নিকোটিনের গন্ধ নয়,
ন্যায় আদর্শের সমাজ নির্মাণ করো ।


ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, না হোক  মারামারি ক্ষয়
সুপথ পেতে যে যার মত ধর্ম চর্চা করো ।