লাল সবুজের পতাকায় মা
গিয়াস মোহন
সবুজ শাড়িতেই মাকে বিষণ মানিয়েছিল
খুব রূপসী মা,
শুনেছি বাবারও প্রিয় রঙ ছিল সবুজ।
একটু মনোমালিন্য হলেই
নিজেকে মুড়িয়ে রাখতো সবুজে।
বেশি চাওয়াও ছিলোনা মায়ের,
নোনতা-পান্তা ভাত,
বাবার হাতে রোজ সকালে তুলে দিয়ে বলতো ...
খেয়ে নিয়ো ...
বাবা মুচকি হেসে পাশে এসে চুপিসারে বলতো যাই!
বাবার শেষ বিদায়ের দিনেও সবুজই ছিল মা।
একদিন মায়ের সবুজ শাড়িতে চোখ পড়ে শকুনের
উড়ে আসে একঝাক ঘৃণ্য শকুন,
বড় বড় চোখে ভয়ার্ত রূপে খামছে ধরে মাকে!
ওরা মাকে চায় অবৈধতায় ,
চায় মায়ের সবুজ আঁচলে লুকিয়ে থাকা সুখ লুটে নিতে
মায়ের ইচ্ছার বিপরীতে চলে তাণ্ডব ,
সেই একাত্তর, গহীন রাতে রক্তাক্ত মা...।
সবুজ শাড়িতে লালচে রক্তের ছোপ ,
মায়ের আর খোঁজ পাইনি আমি...
কেবল পড়েছিল লাল রক্তে রাঙ্গা মায়ের সবুজ শাড়ি।
আকাশে উড্ডীন লাল সবুজের পতাকা
তুমিই আমার মা , মায়ের নতুন বেশ,
মা আমার আজ লাল সবুজের পতাকা শোভিত
এই সোনার বাংলাদেশ।