তুমি আসিও।
ইছামতি নদী তীরে আমাদের গ্রাম।
সবুজ শ্যামল মেঠো পথ ধরে
নীল আকাশের নীচে
দুরে যেতে যেতে ওই যে সুদুরে
বাঁশের সাকোটি পার হলে
একটি গ্রাম দেখবে,
ওটি আমাদের গ্রাম
ওখানে তুমি আসিও।


ওখানে আমার আছে পর্ণকুটির শ্যামল ছায়া শান্ত নিবির, শান্তির নীর
আমি এই পর্ণকুটিরেই থাকি
দখিনে খোলা বাতাস,
এখানে প্রকৃতিই মোদের বন্ধু
চারিদিক দিকে আছে বুনো গন্ধ,
তোমার মন খারাপ হলে-  
চলে আসিও


দেখবে দেবদাড়ু গাছের উঁচু ডালে  
বসে আছে হরিয়াল পাখী
আছে পরিযায়ী কত পাখী
তোমাকে দেখে ওরা গাহিবে গান
ধরিয়া মধুর তান


তুমি আসবে বলে সবাই
পথ চেয়ে আছে
তুমি আসবে বলে
সবাই দুয়ার খুলে রেখেছে।


চাঁদনী রাত ভাল বেসে
তোমায় ডাকছে- এসো এসো এসো
উদাসী মনে বনবিথিকায়
ভরা পূর্নিমায়
আমার কুটিরে
তুমি আসিও একবার।
     (১০-০৫-২০২৫)


.