বাতাসের কানে কানে তোমার নাম
ভিজে মেঘের চুলে তোমার সুঘ্রাণ
তুমি অঝোর-ঝরা শ্রাবণ বারিধারা
পরশে স্নিগ্ধ তৃষিত এ প্রাণ।


তুমি বন্ধ ঘরের আগল ভাঙা প্রথম আলো
দক্ষিনা পবনে ভেসে থাকা শিমূল তুলো
তুমি শিকল ভাঙা দুর্জয় সাহস
উদ্দাম ঝড় কালবৈশাখী এলোমেলো।


তুমি সুপ্ত কথার মুক্ত প্রকাশ
স্নিগ্ধ সরোবরে কলমির শ্বাস
তুমি পথহারা পথিকের গন্তব্য নিশান
কামরাঙা বাসনার পূর্ণ বিকাশ।


তুমি উচ্ছল ঝর্না অবিরাম চঞ্চলা
রামধনু রং মায়াবী গোধুলি বেলা
তুমি গ্রাম্যবধুর সলাজ আঁখি
তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলা।


তুমি একলা ছাদে দুরন্ত বেহাগ
নিশীথ রাতে মাতাল বেহদ্দ রাগ
তুমি ঘুম–ভাঙানিয়া কাজল টানা চোখ
কদমতলা যমুনা তীর বৃষ্টি-ভেজা সোহাগ।