সেলাই করা ভালোবাসা
চৌদিকে আজ চলছে খাসা
জিততে গেলে জানতে হবে
দাবার-চাল, ছেড়ে কলম-পেশা।


হৃদয়-বোধ গৌণ সেথা
প্যাচ-পয়জার লাগে বেশি
টপকে ধরার টপ্পা-গানে
শরীর সুখে মন উদাসী।


কোন দলে আজ বসছে ভ্রমর
কোন সে ফুলে খাবে মধু
কোন সে বধুর নত আঁখি
নিদ্রাহীন নিশি যাপে শুধু।


পটলচেরা কোন সে আঁখি
অগ্নি বলয় প্রলয় তোলে
কোন সে সজ্জা সঙ্গী বিহীন
হিমঘরে আগুন জ্বালে।


ঝরাপাতা দমকা হাওয়ায়
পড়লো গিয়ে কোন সে লোকে
কোন সে মনের বিজন কোণে
রক্ত-রঙে রঙ্গলী আঁকে।


ছিন্ন-পত্র প্রেম কাহিনী
যুগের হাওয়ায় সাঁতার কাটে
বীণার-তানে বেঁধেছি তারে
বিনি সুতার পাটে-পাটে।