প্রসব করে ট্রেনগুলি যত রাজ্যের লোক
লোক গুলি যায় ভুলে আঁধার রাতের শোক
শোকগুলি দিনের আলোয় পায় না ভাষা খুঁজে
কাজ করে যায় স্বপ্নহীন গলিতে মুখ গুজে।


এক চিলতে সূর্য তখন পাল্লা খুলে হাসে
কৃষ্ণচূড়া, শিরীষ-শিমুল কিংম্বা সবুজ ঘাসে
সবুজ ঘাসে অবুঝ চোখ চোখে পরতেই বোকা
অথৈ জলে ভাসছে ডিঙা যায় না তারে রোকা।


চাঁদ ওঠে ওই গাছের মাথায় প্রেমের যেন কাব্য
ঘামঝরানো সাঁঝ-বেলায় শীতল সুখ-শ্রাব্য
গুনগুনায় গানের কলি আগল তুলে ঘরে
স্বপ্ন-দেশের ফুলের পরী প্রদীপ তুলে ধরে।


প্রসব করে ট্রেনগুলি যত রাজ্যের লোক
রোজই ভাবে বলবে কথা আবার দেখা হোক
সকাল থেকে দুপুর গড়ায় বিকেল গড়িয়ে রাত
দিন কেটে যায় দীনের মত মেটেনা মনের সাধ।