কে যেন বলছিলো, এ বছর বড্ড তাড়াতাড়িই বিদায় নিয়েছে শীত।
শীতের আর কী দোষ বলো, অবিশ্বাসের যে আগুন দাউদাউ
জ্বলছে চারিদিকে, সবকিছু তো পোড়াবেই-


এখন পোড়া ছাই মেখে দুহাতে, চলো গাই বসন্তের জয়গান।  


আমাদের তো বারো মাসে তের পার্বণ
মেতে থাকতেই হয়
আনন্দে!


নচেৎ বুকে বড় ধাক্কা লাগে
মন বিরুদ্ধ-ভাবনায় উদ্বেল হয়
ভাবতে শেখায়
প্রতিবাদ করতে শেখায়।

ইস্তেহার বাহিত প্রতিশ্রুতিগুলির পুনর্মূল্যায়ন করতে শেখায়
যা একেবারেই কাম্য নয় তোমাদের কাছে।তাই মাতিয়ে রাখো
সময়ে-অসময়ে, শ্রাবনে-শরতে-শীতে, বসন্তে-বর্ষায় বিবিধ রঙ্গে
  এই পোড়া বঙ্গে।