বিষ্টুপুরের কেষ্ট মামার কষ্ট অতিশয়
অল্প আয় ব্যয় বহুল নাই কিছু সঞ্চয় ।
সাধ ছিলো একটি গাড়ির
ছাদ ঢালা একটি বাড়ির
মনের দুঃখে কেষ্ট মামা বনেই চলে যায়।


বনে গিয়ে বন-দেবীর সাথে হল আলাপন
দুঃখে তার বনবিবির  ভিজে গেল মন।  
দিলেন বাড়ি দিলেন গাড়ি
লক্ষ-মাণিক স্বপন-পুরী
কষ্ট লাঘব কেষ্ট মামার সুখের চাবি বিলক্ষণ !