শুধু অপেক্ষাই নয়
প্রতিটি প্রহর কেটে যায়
পথপানে অধীর আগ্রহে ছেয়ে থেকে
ফিরে আসবে এই প্রত্যয়ে,
হারিয়ে গিয়েছিল সে দিগন্তের পথে
সৌন্দর্য মন্ডিত কাশফুলের মত
ঋতুচক্রের ধারাবাহিকতায় ফিরে আসে আবার
তুমিতো আর কাশফুল নও।


আবেগের দরুন নিঃস সময় কাটে
সেটিও হারিয়ে যায় হঠাৎ
জোছনা রাতের তারাগুলো দেখে যায় আর্তনাদ
দু’চোখের কোনে জমে থাকা অশ্রু মুছে ফেলি
হৃদয়ের কান্নাটা মুছতে পারিনা আমি
বুঝাতে পারিনি হয়তো ভালবেসেছি তাকে
না পাওয়ার বেদনা আমি অনুভব করতে পারি
কোলাহলের মাঝেও সয়ে যাই একাকিত্বের যন্ত্রণা।