বালকটি প্রতিদিন সকালে মগবাজার থেকে হেটে শাহবাগের মোড় আসে, তারপর একটি হলুদ রং এর গ্যাস বেলুন কিনে একই ফেরিওয়ালার কাছ থেকে, গ্যাস বেলুনের সুতোতে প্রতিদিনই একই রকম চিঠি বেঁধে দেয়,
“আমি এখনও আগের ঠিকানাতেই আছি, ইচ্ছে হলে দেখে যেও” তারপর বেলুনটা আকাশে উড়িয়ে তাকিয়ে থাকে হারিয়ে না যাওয়া পর্যন্ত।
তারপর বালকটি একদিন যুবক হলো,
এক বিকেল বেলা, নারী কন্ঠে একজন দরজায় কড়া নেড়ে জানতে চাচ্ছে,
“এখানে শাহেদ থা্কে?”
যুবকটি দরজা খুলে বললো,
“আমি এখনো আছি ,তুমি ঘরের ভিতরে এসে বসো”।
বেলুনের ফেরিওয়ালা অনেকদিন যাবত অপেক্ষায় আছে শাহেদের জন্য,
একসময় বুঝে যায় শাহেদ আর কখনো হলুদ গ্যাস বেলুন কিনবে না ।
——————————
রশিদ হারুন
০৮/০২/২০১৮