মনোলীনা,


আমি ভালো আছি-
দিব্যি ভালো আছি
আমি একলাই এখন দাবড়াই
কোলবালিশের মতো অ-ঘুমের সাথে।
একটা পুরো বিছানার চাদরে সারারাতে।


আমার ‘মন’ তার সব ভালোবাসা
আর অভ্যেসের দেহ
জং ধরা টিনের বাক্সে রেখে দিয়েছে।


আমি ভালো আছি-দিব্যি ভালো আছি


শুধু অপার্থিব কিছু কষ্ট বুকের দখল নিয়েছে।


মনোলীনা,
রাতে ঘুমোনোর আগে
বিছানার চাদর ঠিকঠাক করতে গিয়ে-
চোখে কি জল আসে?
আমারতো আসে!
জল এলে কিছু হয় কি কারো?
আমারতো বুক ভাসে!


চোখের জল যদিও থামে,
আমার বুকের জলতো থামেনা!
খালি বিছানা বিদ্রুপ করে জানান দেয়-
তুমি এখন আর এই বিছানায় থাকোনা।


মনোলীনা,


অভিমানও আর হাহাকার কখনো আগুনে পোড়ে না,
মাটিতেও মিশেনা।
শুধু সমুদ্রের জলে ভেসে যায়।
আমাকে আগুনে পোড়াও বা মাটিতে চাপা দাও-
কোনো পার্থক্য নেই শুধু ধর্ম ছাড়া।


আমাকে খুন করার পর শুধু সমুদ্রের জলে ভাসিয়ে দিও-
তা না হলে মধ্য রাতের বিরহের প্রহরে
আমার হাহাকার আর অভিমান কড়া নাড়বে এই শহরে-
প্রতিটি বাড়ীর বিছানার চাদরে চাদরে।
——————————————
রশিদ হারুন
১৭/০৩/২০২০