প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে দেখি বৃদ্ধ হতে,
আর প্রতিদিনই পরম মমতায়  
বৃদ্ধ মানুষটাকে হাত বুলিয়ে  দেই আয়নায়,
এই ভাবে হাত বুলাতে বুলাতে একদিন মরে যাবো।


আচ্ছা আমি মরে গেলে কি হবে?
আমার বুকের গাঙচিল উড়ে যাবে কোন এক আকাশে,
আমার বুকে কিছু অভিমান আর বিরহ
তখনও জীবিত থাকবে,
আর থাকবে কিছু দুঃখ, কষ্ট,
ভালোবাসা আর কিছু অভিযোগ,
আর থাকবে একটা লুকানো অমানুষ।


বুকের লুকোনো  অমানুষটা ছটফট করে
অভিশাপ দিবে দুনিয়ার সব মানুষকে,
আর অনায়াসে খুঁজে নিবে অন্য বুক।


যদি একটু সময় পাই ,
তবে কোন এক নবীন কবিকে দিয়ে যাবো
আমার সব অভিমান আর বিরহ,
যদি কবির বুকটা আর একটু বড় পাই
তবে  দুঃখ আর কষ্টগুলো ও দিয়ে দিবো,
আর "ভালোবাসা" দিয়ে যাবো
কোন এক"মনোলীনাকে"।


শুধু অভিযোগগুলো বেধে দিবো
গাঙচিল -এর ডানায়,
যদি মরে যাবার আগে একটু সময় পাই
তবে আমার বুকটা
একেবারে খালি করে দিবো নিমেষেই।
যদি মরে যাই মরণকে ভালোবেসেই মরবো।
-----------------------------------------
জি,এম,হারুন অর রশিদ
২৫/০৮/২০১৭