-------------------------------
“ রোদ কই. রোদ কই”
চারিদিকে খুঁজে খুজে হয়রান,
অন্ধকার গড়িয়ে পরে
সময়ের শরীরে ও মনে,
তারপর বুক পকেটে হাতরিয়ে
খুঁজে  পাই তপ্ত ভালোবাসা,
সব রোদ খেয়ে
চারিদিক অন্ধকার করে,
অভিমানী হয়ে
বুক পকেটে লুকিয়েছে।
“বৃষ্টি নাই, বৃষ্টি নাই”
মেঘের মাঝে ডুব দিয়েও
এক ফোটাও জল পেলাম না,
জলের অভাবে তপ্ত ভালোবাসায়
সময়ের জমিতে খরা লেগেছে,
তারপর মানিব্যাগ খুজে পেলাম
হামাগুড়ি দিয়ে গুড়িসুড়ি হয়ে
লুকিয়ে আছে জগতের সব জল।
বুক পকেটের সব
তপ্ত ভালোবাসারা
একদিন শীতল হতে
মানিব্যাগ এর জলে
ঠিকই সাতার কাটে।
----------------------
জি, এম, হারুন অর রশিদ
১৩/০৫/২০১৭