মনোলীনা,
যে যুবক স্বপ্নে একদিন নায়ক হয়েছিল
তাকে কি অন্য চরিত্রে মানায়।


তাই টাকাপয়সার টানাটানি সত্ত্বেও
একটা নায়কের মুখোশ কিনে ফেলি
দামী ব্রান্ড এর দোকান থেকে,
সারা মাস কি ভাবে চলবো একদম ভাবিনি।


তারপর প্রতিদিন সকালে মুখোশটা
মুখে চড়িয়েরাস্তায় নেমে
যাই না দেখা ভিলেন এর খোঁজে।


সারাদিন অদৃশ্য শত্রু এর সাথে
মনে মনেযুদ্ধ করে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরি,
মুখোশ টা খুলে রাখি আয়নার পাশে,
দরজা জানালা আটকিয়ে আলো জ্বেলে দেই,
তারপর আয়নায় নিজেকে দেখে
এতিম বালকের মত অসহায়  হয়ে
প্রতিবারই চিৎকার করে কেঁদে উঠি,
নিজের বুকের ভিতরটা দেখে,
না দেখা ভিলেন বুকের ভিতর
ঘাপটি মেরে বসে আছে,
অভাব, অভিমান আর অহং এর সাথে।


মনোলীনা,
মুখোশ পরতে পরতে মুখে
অন্য চেহারার ছাপ পরে যাচ্ছে,
একদিন আমি ঠিকই
আমার অভাব, অভিমান আর অহং এর সাথে
বুকের ভিতরের ভিলেনকে
তোমার অহং এর জন্য হত্যা করবো
তারপর আমি নিজের চেহারায় নায়ক হবো।


মনোলীনা,
আমি যে একদিন.
স্বপ্নে তোমার নায়ক হয়েছিলাম
আমাকে কি অন্য চরিত্রে মানায়।
-----------------------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
০৬/০৫/২০১৭