আমার সব হারিয়ে যায়
আমার সুখ হারিয়ে যায়,
আকাশ হারিয়ে যায়,
বন্ধু হারিয়ে যায়,
স্বপ্ন হারিয়ে যায়,
আত্মবিশ্বাস হারিয়ে যায় প্রতিদিন,
শুধু আমার ভয়গুলো হারায় না
জন্মের পর থেকেই ভয়গুলো অদৃশ্য শিকলে
আমাকে জড়িয়েছে সারা শরীরে,মনে
তাই আমার সব হারায় ভয় হারায় না।


ছোটবেলায় মনের ভিতরে
ছেলেধরা’র ভয় ডুকিয়েছিলো “মা”
তারপর অনেকদিন অচেনা মানুষ দেখলেই ভয় লাগতো,
এই বুঝি ব্যাগে ভরে আমাকে নিয়ে যাবে,
স্কুলে গেলে ভয়ে থাকতাম
আজ যদি টিফিন না দেয়
তাহলে আজও পানি খেয়ে থাকতে হবে।


কিশোর বেলা ঈদ আসলেই ভয়ে থাকতাম
পুরোনো কাপড়ই আয়রন করে পরতে হয় কিনা,
বাবা হয়তো বলবে,
"এ মাসের বেতন বোনাস এখনো পাইনি"।
খেতে বসলে ভয়ে থাকতাম
“বেশী খেয়ে ফেলিনিতো
মা’র খাবার আছেতো”।


খুব ভয়ে ছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা.
ভর্তি হওয়ার পর হোষ্টলের খরচের ভয়,
হঠাৎ করে টিউশনি চলে যাবার ভয়
ভয় আর ভয় চারদিকে
শুধু আমাকেই ভয় দেখায় ।


যুবক বয়সে প্রেমে প্রত্যাখানের ভয়ে
পচ্ছন্দের কাউকে বলাই হলো না,
“ভালোবাসি”।


পাশের পর সরকারী চাকুরী না পাওয়ার ভয় ,
ছোট ব্যাবসা করবো ,
পুজিঁ যোগার করার ভয় ,
পুজিঁ হারানোর ভয়,
ছোটকাজ করলে মানুষ কি বলবে ,এই ভয়,
যৌতুকের জন্য বড় বোনের বিয়ে না হওয়ার ভয়
ছোট বোনের ঠিকমতো বাসায় না ফিরার ভয়
বাড়ীভাড়া সময় মতো দিতে না পারার ভয়,
“বয়স চলে যাচ্ছে চাকুরী , বিয়ে কিছু হচ্ছে না”
লোকজনের কান কথার ভয়,
আপনজন হারিয়ে যাচ্ছে এই ভয়
সব কিছুতেই পাপ পূন্যের ভয়
হঠাৎ অসুখে পরলে চিকিৎসার ভয়.
ফোন আসলেই খারাপ খবরের ভয়
মাসের শেষে পকেটে টাকা না থাকার ভয়।


আমার সব হারিয়ে যায়
শুধু আমার ভয়গুলো হারায় না।
-------------------------------
রশিদ হারুন
০৪/০৫/২০১৮