প্রতিদিন সূর্য ডুবার পর আমাকে
অচেনা অস্থিরতায় পেয়ে বসে,
দরজায় সামান্য  আওয়াজ ও আমাকে
বিভ্রান্ত করে ফেলে,
বাতাসের ফিসফিসানি শব্দও আমার
রক্তে মুক্তির ডাক দেয়,
আমি অপেক্ষায় আছি,  আমার বন্ধু শাহেদের জন্য।


শাহেদ আমাকে বাইশ বছর আগে কথা দিয়েছিল,
একদিন আমার জীবনটা ও নিয়ে নিবে,
বিনিময়ে, ওর জীবনটা আমাকে দিয়ে দিবে,
আমরা দুজন দুজনের জীবন অদল বদল করবো,
তারপর থেকে আমি লোভী  বিড়ালের মত
অপেক্ষায় থাকি একটা নতুন জীবনের জন্য,
শাহেদ তোর জীবনটার জন্য।

একটা বোকা হাহাকার বাড়তে বাড়তে
বুকের মধ্যে আজ দুঃখের গাছ হয়ে গেল,
অনবরত আক্ষেপের পাতা ঝরে,
আর একটা করে পাতা দেখি আর ভাবি
এইবার বুঝি শাহেদ আসলো।


শাহেদ,
আমাকে তোর আলো জলমলের জীবনটার
লোভ না দেখালে ও পারতিস,
পরতে পরতে এতো সুখের গল্প,
পাওয়া না পাওয়ার হিসাব নাই তোর গল্পে,
সবাইকে সুখ দেখিয়েছিস হাসতে হাসতে,
বুকটা খুলে সুখের হাওরের সুখী বাতাস
আমাদের অসুখী শরীরের মেখে দিয়েছিস,
আমাদের লোভী করেছিস অন্য জীবনের জন্য।  


আর আমি সারা জীবন অন্ধাকারে
আয়নায়  নিজেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত,
নিজেকেই খুজে পেলাম না এক জীবনে।


আমার এই  কালো জীবন
আমার এই  অপেক্ষার জীবন
আমার এই লোভী জীবন
সবই নিমেষে বদলে যাবে, যদি শাহেদ তোর জীবনটা আমার সাথে অদল বদল করিস।


শাহেদ, এক জীবনের জন্য বাইশ বছর অনেক,
তোর যদি আর জীবন বদলাতে ইচ্ছা না করে,
নিজের জীবনের প্রতি তোর লোভ জেগে যায়,
আমাকে একবার জানালেই হতো,
আমি হয়তো অন্য কারো জীবন খুঁজতাম।


কোন সন্যাসীর জীবনের জন্য
সব ভোগ ত্যাগ  করতাম,
কোন খুনির জীবনের জন্য
একটা খুন করে দেখতাম,
কোন রাজনীতিবিদ এর জীবনের জন্য
দাবা খেলা শিখতাম,
কোন বিরহী জীবনের জন্য
কবি হয়ে যেতাম।
অথবা বিপ্লবী জীবনের জন্য
প্রেমিক হয়ে যেতাম,
"শাহেদ আমি শুধু তোর অপেক্ষায় আছি বাইশ বছর
জীবনটা অদল বদল করার আশায়"।
-----------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
০৪/০৪/২০১৭