অনেকদিন হলো আমি  
ঘুমের মাঝে আর স্বপ্ন দেখি না
স্বপ্ন ডাকলেই জেগে উঠি,
অপরাধী হয়ে জেগে উঠি,
অশুদ্ধ মন নিয়ে জেগে উঠি।


আমার অপরাধ
আমি অশুদ্ধ
আমি একদিন ঘুমের মাঝে
তোমার সাথে জলে ডুবেছিলাম,
তোমার অনুমতি ছাড়া তোমাকে জলে ভিজিয়েছি,
তুমি সাঁতার জানতে না
তাই জলে ডুবে গিয়েছিলে,
ঘুম ভাংগার পর তোমাকে আর খুঁজেই পায়নি,
শুধু দেখেছি, আমার শরীর আর মন
জলে ভিজে গেছে,
তখনই আমি কিছু সুখ ধার করে ছিলাম
তোমার কাছ থেকে
তারপর থেকেই আমি  দুঃখী।
যে দিন থেকে আমি প্রথম ভালোবাসা শব্দটি শিখেছি,
সেদিনই আমি প্রথম কষ্ট শব্দটি শিখেছি,
কি আশ্চর্য !
সুখ আর দুঃখ,
ভালোবাসা আর কষ্ট একই দিনে শিখতে হয় কেনো?
অথচ সুখ - দুঃখ,
ভালোবাসা আর কষ্ট ,
কারো সাথে কারো কখনো দেখা হয়না,
হয়তো বা দেখা হয় গোপনে,
আমি জানি না
আমি শুধু জানি,
আমি তোমার কিছু সুখ ধার করে দুঃখী হয়েছি।
তারপর থেকে বুকে একটা বোবা আকাশ পালছি,
কোনো বজ্রপাত ছাড়াই
সেখানে গুড়িগুড়ি বৃষ্টি হয় সারাদিন
আর আমি আমার অপরাধ ধুই সেই জলে প্রতিনিয়ত ।
যেদিন আমি টের পাবো
আমার অপরাধ ধুয়ে গেছে,
আমার মন  শুদ্ধ হয়েছে,
সেদিনই  আমি তোমাকে বলবো ,
“অনেকতো প্রায়শ্চিত্য করলাম,
এবার, ভালোবাসা দাও,
কষ্টের খাদ ছাড়া ভালোবাসা,
চব্বিশ ক্যারেটের ভালোবাসা”।
———————————-
রশিদ হারুন
২৫/০৫/২০১৮