একজন নারীবাদী নেত্রী আমাকে অভিযোগের সুরে বললো,
“কবি,
আপনার বিরুদ্ধে অভিযোগ,
আপনি দরকার অ-দরকারে কবিতায় শুধু ভালোবাসার কথা বলেন,
আর নারী’দের শুধু শুধু বিভ্রান্ত করেন,
আপনি আর কখনোই ভালোবাসা শব্দটি ব্যবহার করতে পারবে না,
আপনার কিছু বলার আছে?


কবি হাসতে হাসতে বললেন,
“নেত্রী,
আমি আপনাকেও ভালোবাসি।”


একজন নারী কবি’কে বললেন,
“ভালোবাসা আসলে কি?”
কবি বললেন,
“আমি যখন একজন নারী’কে ভালোবেসে ছিলাম,
তখন কিছু রাত নিদ্রাহীন ছিলাম,
আর যখন কবিতা’কে ভালোবেসেছি,
তারপর থেকে সব রাত আমার নিদ্রাহীন কাটে।”


একজন ক্ষুধার্ত মানুষ কবি’কে বললো,
“কবি’দের ভালোবাসা’র মানে সব ভন্ডামী,
ভালোবাসা মানে হচ্ছে,
সব মানুষ রাতে যেন ভরপেট খেয়ে ঘুমাতে পারে”
কবি বললেন,
“সবাই ভরপেটে কখনো খায়না,
যার খাবার আছে প্রচুর,
সে পেট খালি রেখেই রাতে ঘুমোতে ভালোবাসে,
আর যার খাবার নেই,
সে’ই ভরপেটে ঘুমোতে যাওয়ার স্বপ্ন
দেখতে ভালোবাসে।”


আমরা যে’দিন একজন অন্ধ মানুষ’কে রাস্তা পার করে দিবো,
সেদিন যদি কেউ আমাদের কাছে জানতে চায়,
“ভালোবাসা কি?”
আমরা সবাই কোন চিন্তা ছাড়াই বলবো,
“একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়ার নামই ভালোবাসা”


——————
রশিদ হারুন
১৯/০৩/২০১৯